Wednesday, September 19, 2007

সিডিএমএ বন্ধুত্ব


গতকাল একটা সিটিসেট মোবাইল ফোন কিনলাম। নেটওয়ার্ক নিয়ে ভয় ছিলো। তবে আপাতত মনে হচ্ছে নেটওয়ার্কটা খারাপ না। স্যামসাং-এর হ্যান্ডসেটটা ইতোমধ্যে আমার বেশ পছন্দ হয়ে গেছে। সেটটা অসম্ভব পাতলা আর হালকা। নতুন নম্বরটা হলো 01191301091 (০১১৯১৩০১০৯১)। আমার সঙ্গে যাদের খুব যোগাযোগ হয়, তারা এই নম্বরে ফোন করতে পারবেন। এই ফোনটির ব্যবহার গাইড আর সফটওয়্যার পাওয়া যাবে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে। আর সিটিসেলের ওয়েবসাইট থেকে জানা যাবে সিটিসেল ওয়ান প্যাকেজ সম্পর্কে। অতিরিক্ত ট্রাভেল চার্জার বিক্রি করছে স্টেডিয়াম মার্কেটের আল ফারুক দোকানটি। এখানে অতিরিক্ত সিটিসেল রিম কেনা যাবে।

Friday, September 14, 2007

এটা একটা গোপন কথা!!!


খুব দ্রুত আমি আর আমার ২ পুরানো বন্ধু একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি। কাজের গোড়াপত্তন ইত্তেফাক ভবনকে ঘিরে। অর্থাৎ বন্ধুগুলো ইত্তেফাক হাউজের। কাজটা হবে আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য একটা মাইল স্টোন। যাই হোক, আশা করছি কাজে হাত লাগাতে জিকোর সহযোগীতা চাইবো। কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। বাকিটা পরে এই বালুচরে দাগ কাটবে আশা করি...