Sunday, July 22, 2007

আজ বৃষ্টি যদি না থামে...

খুব মনে পড়ছে পুরানো বৃষ্টি ভেজা দিনগুলোর কথা। আসলে প্রকৃতির কাছে এক অদ্ভুত স্মৃতি ডাইরি আছে, যেখানে সে ধরে রাখে তার সাথে আমাদের সকল দেখা হওয়া দিনগুলোকে। আসলে প্রকৃতি আমাদের ভালোও বাসে ঠের। আজ ঝমঝম বৃষ্টি। এমন দিনগুলোতে খুব মনে হয়, কেউ যদি অনেক টাকা দিয়ে বলতো শুধু ছবি তুলতে ঘুরে ঘুরে তাহলে হয়তো আমি সব ছেড়ে নেমে পড়তাম। হাটতাম, ঘুরতাম, ভাত খেতাম মাছ দিয়ে আর ছবি তুলতাম।

ছবি তুলতাম মানুষের। ভিজে যাওয়া একদল মানুষের। হাতে পায়ে হাটাহাটি করে যে মানুষরা, তাদের।
ভেজা মাটির সোদা গন্ধ আর মানুষের মাঝে মিশে যাওয়া পুরানো ১টা দিন।
তারপর অন্ধগগনে দাড়িয়ে থাকা হাজার ফেটা বৃষ্টি সব ছুটে আসে।

আমি... তাকিয়ে থাকি। আর আমার ক্যামেরা ঘুমায় একমুঠ সিলিকা দানার মাঝে।

0 Comments:

Post a Comment

<< Home