অসহায় দিন
বড্ড অসহায় একটা দিন। আজ আলো আছে প্রচুর। তবুও ঝড়া পাতার কাব্য বাজছে ক্ষনে ক্ষনে। সময়কে সহনশীল করে তুলতে আরো একবার টানা পরিশ্রম করে যাচ্ছি। কাল শুভর সাথে কথা হয়েছিল। রেল লাইনের সাথে এখনো আমার দেশের দুরালাপনির বুঝি একটা গোপন সম্পর্ক আছে। তাই শুভর কথাগুলোয় ছিলো ঝমঝম কলরব। পায়ে হেটে শিখতে আর মন চায় না। তাই এবার ২চাকা খুজছি। তথাপি, ক্যামেরাটা এখনো কাঁদে। হায়রে!!!
অপেক্ষার প্রহর গুনছি; আবার জিয়ন আলোর ঝলসে উঠবে। আপাতত এই ২৩ ডিগ্রি বালুচরে...
0 Comments:
Post a Comment
<< Home